টাইমস ডেস্কঃ পাবনার আতাইকুলার পীরপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে সাদ (১৬) নামে স্কুলপড়ুয়া এক ছেলে ও তার মা তানিয়া আহত হয়েছেন।শনিবার পাবনা সদর উপজেলার পীরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।আহত সাদ ও তার মা তানিয়া ইসলাম পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পীরপুর গ্রামের মো. শহিদুল ইসলাম উজ্জলের স্ত্রী ও পুত্র।পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের, পীরপুর গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শহিদুল ইসলাম উজ্জ্বল তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দিলেও সাদের হাত গুরুতর আহত হওয়ায় বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জোরজুলুম করে তাদের বসতবাড়ি জমি দখলে নিয়েছে মো. রেজাউল করিম, আলমগীর হোসেন ও তার বাহিনী। তাদের মারধর ও ঘরবাড়ি ভাঙচুরসহ চারভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লক্ষ তের হাজার টাকা লুটে নিয়ে তারা জীবননাশের হুমকি প্রদান করেছে। শুধু প্রাণনাশের হুমকি নয়, উজ্জলের শিশু কন্যাকে অপহরণের হুমকি দেওয়া হয়। তারা এলাকার প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির লোক। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna