বিশেষ প্রতিবেদকঃ দুইদিনের সফরে ভারতে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তাকে বরণ করতে দিল্লি বিমানবন্দরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ধ্রুপদি মুর্মু ও মোদির সঙ্গে বৈঠক করবেন শেখ তামিম।
সাধারণত কোনো রাষ্ট্রীয় অতিথিকে বরণ করতে বিমান বন্দরে যেতে দেখা যায় না ভারতের প্রধানমন্ত্রীকে। তবে তিনি রীতি ভেঙে কাতারের আমিরকে বরণ করেছেন।
মোদি নিজেই তার এক্স অ্যাকাউন্ট থেকে এ ব্যাপারে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে লিখেছেন, ‘বিমানবন্দরে আমার ভাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে গিয়েছিলাম। ভারতে তার সফর সফল হোক এমনটাই প্রত্যাশা করছি।’
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna