বিশেষ প্রতিনিধিঃ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির লভ্যাংশের অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, নির্মাণ কোম্পানিগুলোকে তাদের লভ্যাংশের অর্থ হতে কল্যাণ তহবিলে জমা দিতে হবে। তা না করলে কোনো সরকারি টেন্ডারে তারা অংশ নিতে পারবেন না অনুষ্ঠানে সাবমেরিন ক্যাবলস পিএলসির পক্ষ থেকে কোম্পানির লভ্যাংশের দশমিক পাঁচ শতাংশ হিসেবে ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ২১৪ টাকার চেক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে হস্তান্তর করা হয়।সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রি. জে. এম সাখাওয়াত হোসেনের কাছে এ চেক হস্তান্তর করেন।এ সময়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এটি শ্রমিকদের ন্যায্য পাওনা। অন্য সব কোম্পানিও লভ্যাংশের অর্থ শ্রমিকদের কল্যাণে তহবিলে জমা দিতে উদ্বুদ্ধ হবে বলে আশা করছি।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna