টাইমস ডেস্কঃ সেলিম মোর্শেদ রানাঃ অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পাবনায় ৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ, (২০ফেব্রুয়ারি ) বৃহস্পতিবার পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) রেজিনূর রহমানের পাঠানো এক লিখিত বার্তায় জানা যায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে পাবনা পাবনা সদর উপজেলার বিলকোলা মোঃ আবু বক্কর প্রামানিকের ছেলে মোঃ আফজাল হোসেন (৩৮) আরিফপুর সাইদুর রহমানের ছেলে নূর নবীকে (৩৭) গ্রেফতার করা হয়েছে, এ ছাড়াও চাটমোহর উপজেলার পবাখালী মৃত হাকিম উদ্দিনের ছেলে ছকির উদ্দিন (৭৩) ও আমিনপুর থানার শিতলপুর গ্রামের মৃত ফজের উদ্দিনের ছেলে মো: শহিদুল হককে (৬৮) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জানা যায় আটকৃত নেতারা প্রত্যেকেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna