Warning: Creating default object from empty value in /home/timesofpabna/public_html/wp-content/themes/BreakingNews Design1/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
পাবনায় অসুস্থ রোগীদের ব্যবস্থাপনার উপর বৈজ্ঞানিক সেমিনার পাবনায় অসুস্থ রোগীদের ব্যবস্থাপনার উপর বৈজ্ঞানিক সেমিনার – Times Of Pabna
  1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

পাবনায় অসুস্থ রোগীদের ব্যবস্থাপনার উপর বৈজ্ঞানিক সেমিনার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

সফিক ইসলাম :উপমহাদেশ ও বাংলাদেশের প্রখ্যাত ডাক্তারদের সমন্বয়ে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ও জীবন রক্ষাকারী পদ্ধতি, যা গুরুতর অসুস্থ রোগীদের সুস্থ করে তুলতে সাহায্য করে সেই ব্যবস্থাপনার উপর বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে পাবনায়।

১৯ ফেব্রুয়ারি বুধবার রাত পৌনে নয়টায় এসোর্ট স্পেশালাইজড হসপিটালের ক্যাফেটেরিয়ানে ৩ ঘন্টাব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হসপিটালের সত্বাধিকারী উপমহাদেশের প্রখ্যাত ডাক্তার প্রফেসর ডা. ওমর আলী’র সভাপতিত্বে ডা. জামিল হোসেন মুন্না’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন এসোর্ট স্পেশালাইজড হসপিটালের মহা ব্যাবস্থাপক রোটা. জালাল উদ্দিন ,প্রধান অতিথির বক্তব্য দেন মেজর জেনারেল (অবঃ) ডা. অধ্যাপক রবিউল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডা. ইফতেখার মাহমুদ, ক্যাপ্টেন (অবঃ) ডা. আনিসুর রহমান ও পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান রিমন।সম্মানিত অতিথির বক্তব্য দেন ডা. মনোয়ার উল আজিজ,

সেমিনারে ডা. আশরাফুল হক, ডা. পাকসারুল ইসলাম ভুঁইয়া, ডা. জাফর ইকবাল, ডা. শাহরিয়ার কবীর ও ডা. সিরাজুল ইসলাম গুরুতর অসুস্থ রোগীদের ব্যবস্থাপনার উপর ইংরেজিতে চমৎকার বৈজ্ঞানিক বক্তব্য দিলে তাদেরকে ক্রেস্ট প্রদান  করা হয়।

এসময় বক্তারা গুরুতর অসুস্থ রোগীদের জন্য আইসিইউ (ICU) বা সিসিইউ (CCU) তে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করে রক্তচাপ ও হৃদস্পন্দন স্থিতিশীল রাখা, হার্ট অ্যাটাক বা শ্বাসকষ্টজনিত সমস্যায় কার্ডিওভাসকুলার সাপোর্ট প্রদান, সংক্রমণের জন্য দ্রুত অ্যান্টিবায়োটিক ও অন্যান্য সংক্রমণ প্রতিরোধী ওষুধ দেয়া, ক্যান্সার বা অন্যান্য গুরুতর অসুস্থ রোগীদের ব্যথা ও কষ্ট লাঘবের জন্য উপযুক্ত চিকিৎসা দেওয়া, খাবার খাওয়ার সামর্থ্য না থাকলে ইনট্রাভেনাস (IV) ফ্লুইড ও প্যারেন্টেরাল নিউট্রিশন দেওয়াসহ এসোর্ট স্পেশালাইজড হসপিটালে যে সকল বিশেষায়িত চিকিৎসা দেওয়া হয় তার চমৎকার ব্যাখ্যা দেন।

ধন্যবাদ জ্ঞাপন করেন রেনেটা পিএলসির সেলস ম্যানেজার আবু ইউসুফ রানা।

সেমিনারে অংশগ্রহণ করেন ডা. তাহসিন আজিজ, ডা. শাহীন ফেরদৌস শানু, ডা. রুমি, ডা. আহমেদ মোস্তফা নোমানসহ পাবনার সকল চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের শতাধিক জষ্ঠৈ ও কনিষ্ঠ ডাক্তার।

আলোচনা শেষে রেনেটা পিএলসি’র রিজিওনাল সেলস ম্যানেজার মুক্তস্বর চক্রবর্তীর পরিচালনায় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত দিয়ে তিলাওয়াত করেন হসপিটালের এডমিন অফিসার সারোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group