বিশেষ প্রতিবেদকঃ দায়িত্বশীল লোকেদের বক্তব্যে অনেক সময় বিভাজনের সৃষ্টি হয়। তাই বিভক্তি তৈরি হয় এমন বক্তব্য দেয়া থেকে বিরত থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘তারেক রহমান, সংগাম ও রাজনৈতিক যাত্রা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, নিন্দুকের কথা মিথ্যা প্রমাণ করে তারেক রহমান প্রবাসে থেকেই সংগ্রাম করেছেন এবং ফ্যাসিস্টদের পতনের আন্দোলন সফল করেছেন। এখন সবাই তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায়।তিনি আরও বলেন, শেখ হাসিনা ধারণা করেছিল ক্ষমতা থেকে তাকে কেউ সরাতে পারবে না। কিন্তু তারেক রহমান তখন থেকেই তরুণদের নিয়ে আন্দোলন সাজিয়েছেন।এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ফ্যাসিবাদীদের বিচারের পদক্ষেপ এই সরকারকেই নিতে হবে। পরবর্তী সরকার সেই ধারা অব্যাহত রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna