বিশেষ প্রতিনিধিঃ ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের একটি বিমান ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে। বুধবার মধ্যরাতে (২০ ফেব্রুয়ারি) বিমানটি জরুরি অবতরণ করে।জানা গেছে, ফ্লাইটে থাকা একজন যাত্রী ব্যাগে পাওয়ার ব্যাংক শনাক্ত হওয়ায় বিমানটি জরুরি অবতরণ করেছে। এরইমধ্যে যাত্রীদের দুবাই পৌঁছে দিতে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট নাগপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ফ্লাইটটিতে ৩৯৬ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।নাগপুর বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, কারিগরি সমস্যার কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করেছে। যাত্রীদের আরেকটি ফ্লাইটে দুবাইয়ে পাঠানোন হবে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna