স্টাফ রিপোর্টারঃ
পাবনা সদর উপজেলার নলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, পাবনা জেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক ও প্রধান উপদেষ্টা আব্দুল কাদের মাস্টারের বিদেহী আত্বার মাগফিরাত কামনায় গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারী) বাদ যোহর মরহুমের গ্রামের বাড়ি নলদহে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকার মহাখালি বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে বক্ষ্যব্যাধী হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
একজন নিবেদিতপ্রাণ ও আদর্শ শিক্ষক হিসেবে তিনি একাধিকবার উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়। আদর্শ নেতৃত্বের মহৎ গুনাবলীতে সম্বৃদ্ধ আব্দুল কাদের মাস্টার শিক্ষকদের যেকোন সমস্যায় পাশে থেকেছেন বন্ধুর মতো। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নিঃস্বার্থভাবে। ২০২১ সালের মে মাসে তিনি চাকুরী থেকে অবসর গ্রহন করেন। আব্দুল কাদের পাবনা সদর উপজেলার নলদহ গ্রামের মরহুম জলিল উদ্দিন শেখের ছেলে। তিনি পাবনা শহরের দিলালপুর বেলতলা রোডে স্থায়ীভাবে বসবাস করেন।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna