শহর প্রতিনিধিঃ
স্কয়ার টয়লেট্রিজ বিভাগের একজন সৎ, কর্মঠ ও পরিশ্রমী সাবেক কর্মকর্তা ( টিএসও) আব্দুল্লাহ আল মামুনের দাফন সম্পন্ন হয়েছে। সদালাপী, বন্ধুবৎসল ও পরোপকারী মামুনের জানাযা নামাজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ আছর নিজ গ্রাম পাবনা সদরের সাদুল্লাপুর ইউনুয়নের হাপানিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। মরদেহ হাপানিয়া গোরস্থানে দাফন করা হয়েছে। অসংখ্য মুসলমান জানাযায় শরীক হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে শহরের পুলিশ লাইনস সংলগ্ন বাসায় স্ট্রোকে আক্রান্ত হলে রাত ১২ঃ৪৫ মিনিটে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী,২ ছেলে (হিসাব বিজ্ঞান অনার্স ২য় বর্ষে অধ্যায়নরত প্রান্ত ও ৯ম শ্রেনিতে অধ্যায়নরত প্রিয়), ৩ ভাই, ৪ বোনসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বর্তমানে তিনি বিলিভ ইন্টার ন্যাশনাল প্রাইভেট লিমিটেড (এলিট) এর উত্তরাঞ্চলীয় আর এস এম হিসাবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে ঢাকা, বগুড়া থেকে প্রিয় সহকর্মীকে একনজর দেখতে ছুটে আসেন কোম্পানীর কর্মকর্তা, কর্মচারী ও শুভাকাঙ্ক্ষী বন্ধুরা।
পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাপানিয়া গ্রামের মরহুম মিনহাজ উদ্দিনের বড় ছেলে মেধাবী মামুন দুবলিয়া উচ্চ বিদ্যালয় হতে ১৯৮৯ সালে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। বুলবুল কলেজ থেকে এইচএসসি ও সরকারি এডওয়ার্ড কলেজ থেকে অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনে তিনি দীর্ঘদিন অত্যন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে স্কয়ার টয়লেট্রিজ বিভাগে টিএসও পদে চাকুরী করেছেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল ঠাকুরগাঁও। বর্তমানে তিনি বিলিভ ইন্টার ন্যাশনাল প্রাইভেট লিমিটেড (এলিট) এর উত্তরাঞ্চলীয় আর এস এম হিসাবে কর্মরত ছিলেন। কর্মক্ষেত্রে সফলতার জন্য তিনি শ্রেষ্টত্বের পুরস্কার পেয়েছিলেন। জানাযা পূর্ব স্মৃতিচারন পর্বে কোম্পানীর কর্মকর্তারা তার কঠোর পরিশ্রম, সততা, নিষ্ঠা, কর্মতৎপরতা ও মধুর ব্যবহারের ভূয়সী প্রশংসা করেন। তিনি এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna