পাবনা জেলার অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেড়া আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণ-২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) সকালে শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন ছাত্র ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায় বিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। ঘড়ির কাটায় সকাল ১০টার ১৫ মিনিট। শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন ছাত্র ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় ক্যাম্পাস কানায় কানায় ভরে যায়।
আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ও আল ইসলাম ট্রাস্ট পরিচালনা পর্সদের সভাপতি এ কে এম রফিকুন্নবীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টা ৩০ মিনিটে প্রধান অতিথি পাবনা জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান ও বিশেষ অতিথিবৃন্দ যথাক্রমে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও পাবনা জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব ডা আব্দুল বাসেত খান, সাবেক অধ্যক্ষ মোঃ মকসুদ আলম চৌধুরী, এ টি এম ফজলুর রহিম, মোঃ আলী জিন্না প্রমূখ আসন গ্রহন করেন।
স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, কর্নেল ডা এ টি এম জামিল জাইদুর রহিম, ডা মোঃ তারিকুল ইসলাম, ব্যাংকার মোঃ রাশেদ মোশারফ, কর্নেল রশিদুন্নবী সেন্টু, ব্যবসায়ী নূরুল আলম আনসারী প্রমূখ।
প্রধান অতিথি পাবনা জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের উপস্থিতি অনুষ্ঠান রাঙিয়ে দিয়েছে। প্রতিযোগীতায় জয়ী ও মেধাবীদের তিনি অভিনন্দন জানান। যারা জয়ী হতে পারেনি, তাদের হতাশ না হওয়ার পরামর্শ দেন। পওে বিজয়ী ও মেধাবীদেও মাঝে পুস্কার বিতরণ করা হয়।
Leave a Reply