বিশেষ প্রতিনিধিঃ শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের দাবি রাজধানীতে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে এই ম্যারাথনের আয়োজন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।ম্যারাথনে অংশ নেন শতাধিক তরুণ-তরুণী। মূলত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর অংশ হিসেবে আয়োজন করা হয় এই ম্যারাথনের। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ঢাকাসহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, দেশে তরুণদের সংখ্যা ৫ কোটিরও বেশি। তাদের উন্নয়নের ধারায় যুক্ত করতে নানা উদ্যােগ নিয়েছে বর্তমান সরকার।তিনি আরও বলেন, উন্নয়নের এ ধারায় তরুণদের আনতে সবার আগে প্রয়োজন তামাকের নিয়ন্ত্রণ। যার মূল প্রতিবন্ধকতা তামাক নিয়ন্ত্রণ আইন। আইনটি শক্তিশালী করতে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna