বিশেষ প্রতিনিধিঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেছেন, সন্ত্রাসীরা যত শক্তিশালীই হোক, সে যেই হোক, পুলিশের হাত থেকে রক্ষা পাবে না।বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টায় রাজধানীর গুলশান-২ নম্বর চত্বরে ঢাকা মহানগর এলাকার রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকি সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। নগরবাসীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।অপরাধ নিয়ন্ত্রণে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা আইশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করবে, যেকোনো মূল্যে তাদের আইনের আওতায় আনা হবে।এদিকে, ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় চলছে যৌথবাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং। নিরাপত্তা চৌকি বসিয়ে চালানো হচ্ছে যানবাহনের তল্লাশি। পাশাপাশি, নগরবাসীর নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনীর টহল টিম।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna