বিশেষ প্রতিনিধিঃ জামালপুরে বাসের ধাক্কায় আটোরিকশার একজন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় পর বিক্ষুব্দ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।রোববার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুর এলাকা এই দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রোববার সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শরিফপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চারজন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্দ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna