বিশেষ প্রতিবেদকঃ শনিবার (১ মার্চ) তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হলো এবারের পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা। রোববার থেকে রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার রাতেই প্রথম তারাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বেশিরভাগ মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বড়দের পাশাপাশি নামাজে এসেছে ছোটরাও।প্রথম রোজার তারাবির নামাজ আদায়ে এশার নামাজের আগেই মুসল্লিরা দলে দলে মসজিদে আসতে শুরু করেন। বায়তুল মোকাররমসহ ঢাকার বেশিরভাগ মসজিদে এ চিত্র দেখা যায়। কোথাও কোথাও জায়গা না পেয়ে অনেকে মসজিদের বাইরে চট বিছিয়ে নামাজ আদায় করেন।বেশিরভাগ মসজিদের প্রবেশমুখে দেখা গেছে অস্থায়ী আতর ও টুপির দোকান, যেখানে নামাজে অংশ নিতে আসা অনেকে আতর কিনছেন ও পরিচিতদের দিচ্ছেন। যা কিছুটা হলেও ইসলাম ধর্মাবলম্বীদের ইবাদতের এই মাসের আমেজ এনে দেয়।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna