বিশেষ প্রতিবেদকঃ বলিভিয়ায় এক বাস দুর্ঘটনায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩৯ জন। শনিবার (১ মার্চ) ভোরে দেশটির পশ্চিমাঞ্চলীয় পোতোসি অঞ্চলে উয়ুনি এবং কোলচানি শহরের মধ্যে একটি সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।জানা গেছে, আহতরা ৪টি ভিন্ন ভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি বাস হঠাৎ বিপরীত লেনে ঢুকে পড়ে। এতে সংঘর্ষ হয়।স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসটির ২ চালকের মধ্যে একজনকে যাত্রীরা মদ্যপান করতে দেখেছে। এ কারণেও দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।এদিকে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। পর্যাপ্ত নজরদারির অভাবে বলিভিয়ার পাহাড়ি রাস্তাগুলোয় প্রতি বছর গড়ে প্রাণ হারায় প্রায় দেড় হাজার মানুষ।
Leave a Reply