প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৭:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৫, ৯:২৮ এ.এম
বেড়ায় ৭ম জাতীয় ভোট দিবস পালিত

মোঃ শফিউল আযম, বেড়া থেকেঃ
"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে" এই প্রতিপাদ্য সামনে রেখে রোববার (২ মার্চ) বেলা সাড়ে ১১ টায় ৭ম জাতীয় ভোট দিবস-২০২৫ উপলক্ষে বেড়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
বেড়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সংক্ষিপ্ত আলোচনা সভা উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান । আলোচনায় অংশ নেন বেড়া প্রেসক্লাবের আহবায়ক মোঃ শফিউল আযম, সাংবাদিক আব্দুল হান্নান প্রমূখ।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, গণতন্ত্র হরনকারী সৈরাচারের পতন হয়েছে। আগামীতে স্থানীয় ও জাতীয় নির্বাচনে ভোটারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
এর আগে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বণঢ্য রেলী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়া
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna