বিশেষ প্রতিবেদকঃ ভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২ মার্চ) ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, তুষারধসে আটকে পড়েছিলেন দেশটির সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৫৫ জন কর্মী এদের মধ্যে ৫০ জনকে ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি পাঁচ কর্মীকে উদ্ধারে কাজ চলছে।স্থানীয় সময় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে ৬টার দিকে বিআরও শ্রমিকদের ক্যাম্পে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে আটটি কনটেইনার এবং একটি শেডের ভেতরে মোট ৫৫ জন কর্মী চাপা পড়েন।দুর্ঘটনার পরেই উদ্ধার অভিযানে অংশ নেন ৬০ থেকে ৬৫ জন উদ্ধারকর্মী। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয় বলে জানান উদ্ধারকর্মীরা।আজ শনিবার, আবহাওয়ার উন্নতি হলে উদ্ধার অভিযানে যোগ দিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়। দেরাদুনের প্রতিরক্ষা দফতরের কর্মকর্তা জানিয়েছেন, রাস্তা বন্ধ থাকার কারণে মোট ৬টি হেলিকপ্টার উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে।এগুলোর মধ্যে ভারতীয় সেনাবাহিনীর তিনটি চিতা হেলিকপ্টার, ভারতীয় বিমানবাহিনীর দুটি চিতা হেলিকপ্টার এবং একটি বেসরকারি হেলিকপ্টার রয়েছে।
Leave a Reply