বিশেষ প্রতিনিধিঃ ভারত সীমান্তের কাছে তুরস্কের তৈরি নজরদারি ড্রোন বায়রাক্টার টিবি-টু ওড়াচ্ছে বাংলাদেশ। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ দাবি করেছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
ভারতীয় প্রতিরক্ষা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বার্তাসংস্থাটি বলছে, ভারতীয় সংস্থাগুলো এসব ড্রোন উড্ডয়ন করতে দেখেছে এবং সেগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গত কয়েক মাস ধরে এসব ড্রোনকে নজরদারি অভিযান পরিচালনা করতে দেখা গেছে এবং ভারতের সীমান্ত বরাবর তাদের (বাংলাদেশের) নিজস্ব অঞ্চলের ভেতরে উড়ছে।
আর তাই ভারত এই এলাকায় তাদের কার্যকলাপের ওপর নিবিড় নজর রাখার জন্য রাডার স্থাপনসহ অন্যান্য সকল ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছে তারা।
এমনকি মাঝে মাঝে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর এই ড্রোনগুলো নজরদারি মিশনে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে উড়েছে বলেও সূত্রগুলো দাবি করেছে।
বায়রাক্টার টিবি-টু ড্রোন খুবই অত্যাধুনিক এবং যা তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় সাফল্য-ও। মনুষ্যবিহীন এই ড্রোন আকাশ থেকে স্থল লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এবং বিশ্বব্যাপী বিভিন্ন যুদ্ধ ও সংঘাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।
Leave a Reply