বিশেষ প্রতিবেদকঃ সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরানের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকার মানিলন্ডারিং এর অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তাকে মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়।এর আগে, সোমবার রাতে ইমরান হোসেনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সিআইডি জানায়, সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানির অভিযোগ রয়েছে।এছাড়া ভূটান ও নেপাল হতে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রয় করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna