বিশেষ প্রতিনিধিঃ গাবতলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় এ অভিযান।ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, খেলার মাঠের জন্য ৩০ একর জায়গা উচ্ছেদ করার পরিকল্পনা নেয়া হয়েছে। তবে স্থানীয়রা যদি বৈধভাবে থাকতে চান, তাহলে প্রশাসনের অনুমতি সাপেক্ষে নির্ধারিত ভাড়া দিতে হবে।এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ৫০ একর জায়গা বৈধভাবে ভাড়া নেয়ার এখনও সুযোগ রয়েছে। কিন্তু সে জায়গা প্লট ভিত্তিক বণ্টন করা হবে। বেলা সাড়ে ১১টার দিকে সাত দিনের সময় বেঁধে দিয়ে মঙ্গলবারের মতো অভিযান শেষ করে ডিএনসিসি।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna