বিশেষ প্রতিবেদকঃ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিলের দ্বিতীয়ার্ধে ঢাকায় আসতে পারেন। তার সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আলোচনা করেছেন। ইতোমধ্যে স্বরাষ্ট্র, সংস্কৃতি, বাণিজ্য ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন তিনি।বুধবার (৫ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইমরান আহমেদ সিদ্দিকি। এ সময় তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে লেখা ইসহাক দারের একটি চিঠি তার হাতে তুলে দেন।গত এক যুগে পাকিস্তানি কোনো মন্ত্রী বাংলাদেশ সফর করেনি। সবশেষ ২০১২ সালে দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকা সফর করেছিলেন।পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই পক্ষ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক এবং যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের গুরুত্ব নিয়ে আলোচনা করেছে। দু’দেশের পররাষ্ট্রসচিবদের সবশেষ বৈঠক ২০১০ সালে এবং যৌথ অর্থনৈতিক কমিশনের শেষ বৈঠকটি হয়েছিল ২০০৫ সালে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna