বিশেষ প্রতিনিধিঃ সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদার প্রথা বাতিল করাসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদ।বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।এসময় আন্দোলনকারীরা বলেন, অবিলম্বে দৈনিক মজুরিভিত্তিক ও স্ব স্ব প্রকল্পে কর্মরতদের আত্তীকরণ করতে হবে। বিনা কারণে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন দ্রুত সময়ে পরিশোধের ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা।এছাড়াও কর্মজীবী নারীদের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিতের দাবি করেন আন্দোলনরতরা।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna