বার্তা সংস্থা পিপঃ পাবনার সদর উপজেলার চর ঘোষপুর মোল্লাপাড়ায় হজরত বেলাল (রাঃ) জামে মসজিদ নামে পাবনায় নতুন একটি মসজিদ উদ্বোধন হয়ছে।গতকাল শুক্রবার ৭ মার্চ দুপুরে মসজিদের গেটে ফিতা কেটে, দোয়া ও জুম্মার নামাজ আদায় করেন। তারপর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পাবনার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি, ক্যাব, পাবনার সভাপতি ও এনটিভি পাবনা স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান।এসময় সেখানে উপস্থিত ছিলেন অনলাইন নতুন চোখ পত্রিকার প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এসএম আলম, পাবনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, নিউজ পাবনা অনলাইন এর স্বত্বাধিকারী পল্লব মাহমুদ, মসজিদ কমিটির সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুর রাজ্জাক, মুয়াজ্জিন মাওলানা আব্দুর রশিদসহ এলাকার মুসল্লীরা।ঐ এলাকার গুনিজন আলহাজ্ব রফিকুল ইসলামের পারিবারিক দানকৃত ৬ কাঠা জায়গার উপর ইট দিয়ে গেথে আপাতত কোনরকম কাঠামো দাঁড় করানো মসজিদের সভাপতি শামছুল বলেন, আশেপাশের ২ কিঃমিঃর মধ্যে কোন মসজিদ নাই। এদিকে বেশিরভাগ লোক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাই অনেক সময় দেখা যায় দূরে পায়ে হেঁটে গিয়ে জামাতে নামাজ আদায় করতে দেরি হয়ে যায়। এই মসজিদটি হওয়াতে এলাকাবাসীর মধ্যে পাঁচবার একসাথে নামাজ আদায় ও সেই সাথে দেখাও হবে। যার মাধ্যমে সৌহার্দ্য-সম্প্রীতি, ভালোবাসা ও বন্ধুত্বসহ স্বজন প্রীতি বেড়ে আল্লাহর রহমত বর্ষিত হবে। আজ থেকে নামাজ শুরু হলো। সেই সাথে নির্মাণ কাজও চলমান থাকবে। ভবিষ্যতে হাফিজিয়া মাদ্রাসা চালু করার ইচ্ছা আছে।মসজিদের দুইটি হর্নসহ মাইক সেট দান করেন সাংবাদিক আলম, টিউবওয়েল দান করেন অত্র এলাকার উজ্জ্বল মালিথা।এছাড়াও কার্পেট, ঘড়ি, জায়নামাজ, ফ্যানসহ নানান দ্রব্যাদি দান করেন ইউসুফ, আমিরুল, বকুলসহ এলাকাবাসী অনেকেই।এর আগে এলাকা ও মসজিদ কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের ত্বোড়া দিয়ে বরন করে নেয় হয়।জুম্মার নামাজ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম রাজ্জাক।পাবনার সদর উপজেলার চর ঘোষপুর মোল্লাপাড়ায় হজরত বেলাল (রাঃ) জামে মসজিদ নামে পাবনায় নতুন একটি মসজিদ উদ্বোধন হয়ছে।গতকাল শুক্রবার ৭ মার্চ দুপুরে মসজিদের গেটে ফিতা কেটে, দোয়া ও জুম্মার নামাজ আদায় করেন। তারপর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পাবনার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি, ক্যাব, পাবনার সভাপতি ও এনটিভি পাবনা স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান।এসময় সেখানে উপস্থিত ছিলেন অনলাইন নতুন চোখ পত্রিকার প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এসএম আলম, পাবনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, নিউজ পাবনা অনলাইন এর স্বত্বাধিকারী পল্লব মাহমুদ, মসজিদ কমিটির সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুর রাজ্জাক, মুয়াজ্জিন মাওলানা আব্দুর রশিদসহ এলাকার মুসল্লীরা।ঐ এলাকার গুনিজন আলহাজ্ব রফিকুল ইসলামের পারিবারিক দানকৃত ৬ কাঠা জায়গার উপর ইট দিয়ে গেথে আপাতত কোনরকম কাঠামো দাঁড় করানো মসজিদের সভাপতি শামছুল বলেন, আশেপাশের ২ কিঃমিঃর মধ্যে কোন মসজিদ নাই। এদিকে বেশিরভাগ লোক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাই অনেক সময় দেখা যায় দূরে পায়ে হেঁটে গিয়ে জামাতে নামাজ আদায় করতে দেরি হয়ে যায়। এই মসজিদটি হওয়াতে এলাকাবাসীর মধ্যে পাঁচবার একসাথে নামাজ আদায় ও সেই সাথে দেখাও হবে। যার মাধ্যমে সৌহার্দ্য-সম্প্রীতি, ভালোবাসা ও বন্ধুত্বসহ স্বজন প্রীতি বেড়ে আল্লাহর রহমত বর্ষিত হবে। আজ থেকে নামাজ শুরু হলো। সেই সাথে নির্মাণ কাজও চলমান থাকবে। ভবিষ্যতে হাফিজিয়া মাদ্রাসা চালু করার ইচ্ছা আছে।মসজিদের দুইটি হর্নসহ মাইক সেট দান করেন সাংবাদিক আলম, টিউবওয়েল দান করেন অত্র এলাকার উজ্জ্বল মালিথা।এছাড়াও কার্পেট, ঘড়ি, জায়নামাজ, ফ্যানসহ নানান দ্রব্যাদি দান করেন ইউসুফ, আমিরুল, বকুলসহ এলাকাবাসী অনেকেই।এর আগে এলাকা ও মসজিদ কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের ত্বোড়া দিয়ে বরন করে নেয় হয়।জুম্মার নামাজ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম রাজ্জাক।
Leave a Reply