শফিউল আযম, বেড়া ঃপাবনার বেড়া উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে শনিবার (৮মার্চ) বেলা ১১ টায় ২০২৪-২০২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাধ্যে ৩২ জন দূঃস্থ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের তত্বাবধানে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলাম ৩২ জন দুঃস্থ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তওহিদু জ্জামান, আরডিও মোঃ আব্দুল ওহাব, আইসিটি কর্মকর্তা অপূর্ব কুমার সাহা, তথ্য সেবা কর্মকর্তা প্রিয়ঙ্কা চক্রবর্তী, বেড়া প্রেসক্লাবের আহবায়ক, দৈনিক নয়া দিগন্ত সংবাদদাতা মোঃ শফিউল আযম, দৈনিক ইনকিলাব সংবাদদাতা মোঃ মানিক হোসেন প্রমূখ।
বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে যাচাই বাছাই সম্পন্ন করে এসব জেলেদেও মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়।
Leave a Reply