জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ:
পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তার ও শিক্ষার্থীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছেন। রবিবার (৯ মার্চ) দুপুর ১২টায় পাবনা শহরের আব্দুল হামিদ রোডের শহীদ চত্বরে তারা এই কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ডিএমএফ ও ম্যাটস সংশ্লিষ্ট সিদ্ধান্ত অগ্রহণযোগ্য এবং চিকিৎসা শিক্ষার মানের জন্য ক্ষতিকর। তারা “১, ২, ৩, ৪, ভূয়া ডাক্তার বাংলা ছাড়” স্লোগান দিতে দিতে সড়কে অবস্থান নেন, যা শহরে তীব্র যানজটের সৃষ্টি করে।
বিক্ষোভের নেতৃত্ব দেন ডাঃ সাদমান সাকিব অমিত, ডাঃ আল-আমিন রহিম, পঞ্চম বর্ষের শিক্ষার্থী স্বাধীন হোসেন ও আনিসুর নাইম। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply