টাইমস ডেস্কঃ
পাবনায় নবগঠিত সদর পৌরসভা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে এক পরিচিতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ মার্চ ২০২৫ সৃজনশীল চর্চা কেন্দ্র, সাংস্কৃতিক চত্বর, ঘোড়া স্ট্যান্ড, পাবনায় আয়োজিত এ অনুষ্ঠানে জেলার শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, কবি, সাহিত্যিক, শিক্ষক, ক্রীড়াবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও দৈনিক দিনকাল-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক খালেদ হোসেন পরাগ এবং পাবনা জেলা জাসাসের সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়া।
নবগঠিত পাবনা সদর পৌরসভা জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম হীরা এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস , তিনি বলেন, জাসাস শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি সংস্কৃতির বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নতুন নেতৃত্বের মাধ্যমে পাবনায় সাংস্কৃতিক আন্দোলনকে আরও শক্তিশালী করা হবে। অন্যান্য অতিথিরা বলেন, শিল্প-সংস্কৃতি চর্চার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জাসাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সদস্য ও পাবনা ড্যাব এর সাধারন সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান,পাবনা জেলা মহিলা দলের সাধারন সম্পাদক মোছা: মেহেরুন্নেছা শাজাহান ,ইছামতী উদ্ধার আন্দোলনের সভাপতি ও সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, বিবৃতি বার্তা সম্পাদক ও পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা,দেশ টিভির পাবনা প্রতিনিধি শামসুল আলম, দ্যা ডেইলি মর্নিং টাস এর সম্পাদক বিপ্লব চৌধুরি, অনুশীলন আশির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম খোকন প্রমুখ। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন পথ সাহিত্য সংসদের সভাপতি আর কে আকাশ, সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক শফিকুর রহমান শান্ত, দর্পনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, গণশিল্পী সাংস্কৃতিক গোষ্ঠীর বিপ্লব ভৌমিক, ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত পাবনা পৌরসভা জাসাস কমিটির ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার আহ্বান জানান। উপস্থিত অতিথিরা নতুন কমিটির সাফল্য কামনা করেন এবং সংগঠনের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন
ইফতার মাহফিল শেষে দেশের সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna