বার্তা সংস্থা পিপ (পাবনা) :
পাবনায় চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাসকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মোবারকেরে গ্রেফতারের খবরে ইফতারের পরে শহরে আনন্দ মিছিল বের সাধারন ছাত্র জনতা। এ সময় সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরন করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে পাবনা পৌর এলাকার রাধানগর ময়দান পাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগেও তার বিরুদ্ধে জাল টাকা তৈরি, ভাড়ার কথা বলে অন্যের প্রেস দখলসহ বিভিন্ন অভিযোগে পাবনা সদর থানায় ৫টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত মোবারক বিশ্বাস ময়দান পাড়ার মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে। বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, প্রতারণা, মারধরসহ নানা অভিযোগে ৫টি মামলা রয়েছে। এনিয়ে ৬টি মামলার আসামি হলেন তিনি।
অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি পাবনা শহরের গোপালপুর মহল্লার মৃত আব্দুল ওয়াদুদের ছেলে তুষার সেনেটারীর মালিক জাবেদ হোসেন তুষার (৪০) ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। এই টাকা না দেওয়ায় জোরপুর্বক ২০ হাজার টাকা দোকানের ক্যাশ বাক্স থেকে নিয়ে আসে। এ ছাড়া শহরের কোমরপুরের তামান্না এন্টারপ্রাইজের মালিক তোফাজুল বিশ্বাসকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে বিপুল অংকের টাকা দাবি করেন। দিতে অস্বীকার করলে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকিও দেন।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, তার বিরুদ্ধে আমরা একটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। সেই অভিযোগে তার নিজ বাসা থেকে দুপুরে গ্রেফতার করা হয়েছে।
পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চরম উশৃঙ্খল ও বিতর্কিত হওয়ায় পাবনার মুলধারার সকল সাংবাদিকদের সঙ্গে তারা কোনো সম্পর্ক নেই। আপন ভাইকে বাসা থেকে বের করে তার জমি দখল, বন্ধুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে দখল, মাদক ব্যবসা এমন কিছু নেই যে তার বিরুদ্ধে অভিযোগ নেই। বৈষম্য ছাত্র আন্দোলনে বিরোধিতার কারণে ৫ আগস্টে তাকে গণপিটুনি দেয় ছাত্র-জনতা। আওয়ামী লীগ নামধারী বিভিন্ন নেতাদের সঙ্গে যোগসাজসে এসব অপকর্ম করেছিলেন, কিন্তু পটপরিবর্তনে বিএনপি পন্থি পরিচয়ে দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছিলেন তিনি। যা নিয়ে মুলধারা সাংবাদিকরা বিব্রত ছিলেন।
এদিকে মোবারকেরে গ্রেফতারের খবরে ইফতারের পরে শহরে আনন্দ মিছিল বের সাধারন জনতা। এ সময় সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরন করা হয়।
Leave a Reply