মিজান তানজিলঃ
শিক্ষা ক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ আসন্ন ঈদের পূর্বে ১০০% উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং ইএফটি সমস্যার দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পাবনা জেলা শাখা।
রবিবার সকাল ১১ টায় পাবনার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের, সাবেক সভাপতি নওশের আলী মন্টু,বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, যুগ্ম সম্পাদক মোঃ মোক্তার হোসেন,সিনিয়র সহ-সভাপতি তাপস রঞ্জন তলাপাত্র, সহ-সভাপতি সৈয়দ গোলাম মাওলা, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক,প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইকবাল হোসেন সহ জেলা ও উপজেলা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ।
Leave a Reply