টাইমস ডেস্কঃ
পাবনা শহরকে যানজট মুক্ত করতে ফুটপাত দখল মুক্ত অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পাবনা সার্কেল ও জেলা ট্রাফিক পুলিশ।
সোমবার দুপুর থেকে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড়েসহ বিভিন্ন সড়কের দুই পাশের ফুটপাত দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান ও হাকারদের তুলে দেওয়া হয় এবং অবৈধ ভাবে গাড়ী পাকিংকারীদের সর্তক করা হয়। একই সাথে ঈদের আগে ও পরে বিআরটি এ কর্তৃক নির্ধারিত বাস ভাড়ার বেশি না দেওয়ার জন্য বিভিন্ন বাস কাউন্টার গুলোকে সর্তক করা হয়।
অভিযানে বিআরটিএ পাবনা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলতাফ হোসেন, মোটরযান পরিদর্শ এসএম ফরিদুর রহিম পুলিশের টিআই আরিফসহ বিআরটিএর অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
বিআরটিএ পাবনা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, প্রথমবারের মত ফুটপাট দখল কারীদের সর্তক করা হচ্ছে। এরপরও কেউ ফুটপাট দখল করে সাধারন মানুষের চলাচলে বাঁধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। একই ভাবে কোন রুটে বিআরটি এ কর্তৃক নির্ধারিত বাস ভাড়ার বেশি নিলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি এজন্য সকলের ঐকবদ্ধ হয়ে সহযোগিতা মূলক মনোভাব থাকতে হবে। যাতে করে আমরা যানজট নিরসনে কাজ করতে পারি সেইসাথে সুন্দর সুশৃঙ্খল সড়ক জনগন কে উপহার দিতে পারি।
Leave a Reply