মোঃ রাজিব জোয়ার্দ্দারঃ
পাবনা জেলা ছাত্রদলের সদস্য ও সুজানগর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ শেখ আলামিনের ব্যক্তিগত আয়োজনে ২৪ই মার্চ সোমবার সুজানগর৷ মহিলা কলেজ মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজনৈতিক সহকর্মীদের নিয়ে কোরআন তেলাওয়াত, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । ইফতার পূর্ববর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্যে কাজ করতে হবে।
এ সময় আলামিন শেখ জানান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান৩১ দফা বাস্তবায়নের যে পদক্ষেপ গ্রহণ করেছেন তৃণমূল পর্যায়ে আমরা যারা কর্মী আছি আমরা সবার মাঝে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছি । তিনি আরো বলেন, বিগত দিনে আমরা অনেক নির্যাতিত হয়েছি অনেক মামলা হামলা শিকার হয়েছি। এখন অনেক আওয়ামী লীগের কর্মী বিএনপিতে এসে দেশে নৈরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা তৃণমূল পর্যায় থেকে এদের চিহ্নিত করে কঠোরভাবে ব্যবস্থা নেব ।
Leave a Reply