খালেদ আহমেদ :
রোটারী ক্লাব অব এভার গ্রীন পাবনার ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ২৬ মার্চ সাকাল সাড়ে ১১ টায় পুর্ব শালগাড়িয়ায় এসোর্ট স্পেশালাইজড হসপিটালের অভ্যর্থনা কক্ষে শতাধিক দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক (রোটাঃ) জালাল উদ্দিন।
প্রধান অতিথি উপস্থিত অসহায়দের উদ্দেশ্যে বলেন রোটারী ক্লাব একটি আন্তর্জাতিক সংস্থা। এটি বিশ্বব্যাপী কাজ করে থাকে। দীর্ঘ ১শ ২০ বছর ধরে এ সংস্থাটি সেচ্ছাসেবীমূলক কাজ করে যাচ্ছে। এখানকার সদস্যরা নিজ উদ্যোগ ও অর্থায়নে বিনা কিছু পাবার আশায় সেবা প্রদান করে থাকে।
তিনি আরও বলেন আজ আমরা আপনাদের মাঝে এসকল ঈদ সামগ্রী বিতরণ করতে পেরে আত্মতৃপ্তি বোধ করছি। আজ ১শ পরিবারের মাঝে দিচ্ছি ভবিশ্যতে আরো বাড়ানোর ইচ্ছা আছে। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন রানা গ্রুপের চেয়ারম্যান (রোটাঃ) রুহুল আমিন বিশ্বাস রানা ও বাংলাদেশ পুজা উদজাপন পরিষদ পাবনা জেলার সভাপতি ও পাস্ট প্রেসিডেন্ট (রোটাঃ) প্রভাষ চন্দ্র ভদ্র।
সংগঠনের সভাপতি (রোটাঃ) রশিদুল হাসান বকুল'র সভাপতিত্বে আরও বক্তব্য দেন অনুষ্ঠানের কনভেনর রোটাঃ আজিজুল হক, ইছামতি নদী খনন প্রকল্প পরিচালক শুধাংশু কুমার সরকার, চার্টার্ড প্রেসিডেন্ট (রোটাঃ) ইদ্রিস আলী বিশ্বাস এবং (রোটাঃ) শামীমা সীমা।
স্বাগত বক্তব্য দেন পাস্ট প্রেসিডেন্ট (রোটা) এমএ জলিল।
(রোটাঃ) রফিকুল ইসলাম'র সঞ্চালনায় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক (রোটাঃ) আব্দুল কুদ্দুস, রোটাঃ আক্তারুজ্জামান, (রোটাঃ) মহসিন সালাম, (রোটাঃ) সুজাউদ্দিন, (রোটাঃ) হেলাল উদ্দিন, (রোটাঃ) কবি বিজুরী ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অর্থসহ কুরআন থেকে তিলাওয়াত করেন (রোটাঃ) আব্দুল লতিফ নান্নু।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna