
শফিউল আযম, বেড়া পাবনার বেড়া উপজেলা প্রশাসন উদ্যোগে আনন্দঘন পরিবেশে (২৬ মার্চ বুধবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনির মাধ্য দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ কর হয়।
শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীর পর অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
দিবসটির স্মরণে সকালে সরকারি, আধা সরকারি, বেসরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, ভবন,দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মোরশেদুল ইসলাম।বেড়া সার্কেল এর সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ। বেড়া মডেল থানা অফিসার ইনচার্জ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী,অফিস দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply