Warning: Creating default object from empty value in /home/timesofpabna/public_html/wp-content/themes/BreakingNews Design1/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সাঁথিয়ায় বসত বাড়ি দখল নিতে সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ  সাঁথিয়ায় বসত বাড়ি দখল নিতে সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ  – Times Of Pabna
  1. admin@timesofpabna.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

সাঁথিয়ায় বসত বাড়ি দখল নিতে সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ 

  • প্রকাশিত : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ 

পাবনার সাঁথিয়া উপজেলায় তেথুলিয়া গ্রামের আব্দুস সালাম এর বসতবাড়ি উচ্ছেদ ও জমি দখল নিতে ও হত্যার উদ্দেশ্যে তার ছেলে পলাশ সরকার ও স্ত্রী ছালেহার উপর দেশীয় অস্ত্রসস্র নিয়ে অতর্কিত হামলা চালায় একই এলাকার সন্ত্রাসী শিপন শেখ (২৩),সাগর শেখ (২২) উভয়ের পিতা আয়নাল শেখ এর নেতৃত্বে ২০/৩০ জনের একদল সন্ত্রাসী।

এতে সালাম ও তার স্ত্রী পুত্র গুরুতর আহত হলে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করেন।

আহত সালামের ছেলে সঙ্গীত শিল্পী ও জেলা জাসাস এর কর্মী পলাশের সাথে কথা বললে তিনি জানান গতকাল ৩০ মার্চ রবিবার দুপুর তিনটার দিকে আমাদের বসতবাড়ি হতে উচ্ছেদ ও জমি দখল করতে আমার পরিবারের উপর শিপন শেখ ও তার দল হামলা করেছে। যাওয়ার সময় সন্ত্রাসীরা চিৎকার করে বলে আজকে নমুনা দিয়ে গেলাম এর পরেও বাড়ি না ছাড়লে তোদের দেখে নিব। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে বাড়িঘর ছেড়ে চলে যা। এবং এলাকাবাসী আহতদের উদ্ধারে এগিয়ে এলে তাদের ও মারতে উদ্যত হন হামলাকারীরা, পরবর্তীতে সাথিয়া থানায় ফোনকলে জানালে থানা থেকে পুলিশের টিম এসে তাদের উদ্ধার করে।

 

পাবনা সদর হাসপাতালের ট্রমা সার্জন হাসানুজ্জামান টুটুল বলেন তিনজন রোগীর অবস্থা সংকটাপন্ন আমরা চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছি এখনো তারা আশঙ্কামুক্ত নন রোগীদের মাথায় ও শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। আমরা পর্যবেক্ষণ করছি এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আহত সালামের বড় ছেলে কলেজ শিক্ষক সালেক শিবলু বলেন এলাকার কারো সাথে আমাদের কোন বিষয়ে দন্দ নেই এই একটি পরিবার আমাদের সবসময় কোননা কোনভাবে সমস্যা করেন আজকে আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে যে হামলা চালানো হয়েছে তার বিচার চাই।

পাবনা জেলা জাসাস এর সদস্য সচিব আব্দুল মান্নান ভুঁইয়া বলেন আজকে সঙ্গীত শিল্পী পলাশ ও তার পরিবারের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসন কে অনুরোধ জানাই। তিনি আরো বলেন সন্ত্রাসীর কোন দল বা ধর্ম নেই সকলের ঐকবদ্ধ হয়ে এদের প্রতিহত করতে হবে।

সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি খবর পাওয়ার সাথে সাথে ফোর্স পাঠিয়েছি যতদূর শুনেছি জমিজমা সংক্রান্ত ঝামেলা। এখনো কোন অভিযোগ পায়নি অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group