তুহিন চক্রবর্তীঃ
পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়ক সংকোচিত হওয়ার কারনে যানজট লেগেই থাকে যার ফলে জনসাধারণের চলাচল কঠিন হয়ে পরেছে, এর মাঝে আবার সবসময়ই ফুটপাত দখল করে দোকান বসানো সহ যত্রতত্র পার্কিং এর ফলে যানজটে অতিষ্ঠ শহরবাসী। সেই যানজট নিরসনে অবৈধ দোকান, মোটরযান অবৈধ পার্কিং এর বিরুদ্ধে শহরের আব্দুল হামিদ সড়কে সমন্বিত যৌথ অভিযান চালিয়েছে বিআরটিএ, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পাবনা পৌরসভার সহযোগিতায় গতকাল ২১ এপ্রিল ৩:৩০ থেকে প্রায় দুই ঘন্টা ব্যাপী অভিযান পরিচালিত হয়। এ সময় শহরের আব্দুল হামিদ সড়কের বিভিন্ন ফুটপাতের দোকান, কিছু মোটরযান চালক কে অবৈধভাবে মোটরসাইকেল রাখার দায়ে মামলা সহ জরিমানা করা হয়। মোট মামলা ০৮ টি,জরিমানা ৫০০০ টাকা। অভিযানে জেলা প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল আলিম,বিআরটিএ এর সহকারী পরিচালক মো: আলতাব হোসেন, মোটরযার পরিদর্শক এস এম ফরিদুর রহিম,সহকারী মোটরযান পরিদর্শক মো: রেজাউল করিম, সহকারী মোটরযান পরিদর্শক সুজন রাজবংশী, মোহাম্মদ এজামুল হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna