মেহেদি হাসান:পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ৬৯টি উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এরই মধ্যে ৪০টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট প্রকল্পগুলো জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম প্রকল্পগুলোর কাজ নিয়মিত তদারকি করছেন।
মঙ্গলবার সরেজমিনে দিলপাশার ও পারভাঙ্গুড়া ইউনিয়নে প্রকল্পগুলোর কাজ দ্রুতগতিতে চলতে দেখা গেছে। একইভাবে উপজেলার অন্য ইউনিয়নেও কাজ এগিয়ে চলেছে।
২০২৪-২৫ অর্থবছরে কাবিটা প্রকল্পে ৮৬ লাখ এবং রক্ষণাবেক্ষণ প্রকল্পে ৮৪ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইউনিয়ন পর্যায়ের প্রকল্প বাস্তবায়ন কমিটি চুক্তিনামা সম্পন্ন করে ৫০ শতাংশ অগ্রিম বিলের জন্য আবেদন করে, যার ভিত্তিতে পরিপত্র অনুযায়ী অগ্রিম অর্থ ছাড় করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফেরদৌস আলম জানান, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে এই প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে। এখনো কোনো প্রকল্পের সম্পূর্ণ বিল ছাড় করা হয়নি। নির্ধারিত কাজ শেষ হলেই চূড়ান্ত বিল প্রদান করা হবে। ফসলের কারণে তিনটি প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হলেও ফসল তোলার পরই তা শুরু হবে।
এ বিষয়ে ইউএনও নাজমুন নাহার বলেন, ‘সরকারি নিয়ম মেনে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানাই।’
Leave a Reply