বিশেষ প্রতিনিধি:ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠুর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে টিআর ও কাবিটা প্রকল্প নিয়ে মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্যমূলক অপবাদ ছড়ানোর প্রতিবাদে ভাঙ্গুড়ার চন্ডিপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ৪ঘটিকায় ইউনিয়ন পরিষদের মেম্বার ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
চন্ডিপুর বাজার থেকে বের হওয়া ওই মিছিলে অংশ গ্রহণ করেন ইউপি সদস্য আবু সাঈদ, গোলাম কিবরিয়া, ,আশরাফ, রতন,জাহেনা খাতুন, শিউলি খাতুন, প্রমুখ। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য, বেলাল, মদন, মাসুদ, জুয়েল।
এ সময় বক্তারা বলেন, মিঠু একজন দুর্নীতিমুক্ত ও জনপ্রিয় চেয়ারম্যান। এজন্য তাকে বিতর্কিত করতে স্থানীয় একটি চক্রের সহযোগিতায় তার বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে।
এ সময় বক্তরা দুইজন চাঁদাবাজের নাম উল্লেখ করে বলেন, এলাকায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়েতে বাধা প্রদান করে টাকা দিলে সমাধান করে দিবে বলেন। তারা আরো বলেন ছোট ছোট পুকুর সংস্কার করতেও চাঁদা দাবি করেন এরা। এলাকার মানুষ তাদের কে ঘৃণা জানায় ও উপর মহলের কাছে তাদের দাবি, এসময় তাদের কে একদম বয়কট করে এবং অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
Leave a Reply