টাইমস ডেস্কঃ আমরা পাবনার বাগানী ফেসবুক গ্রুপের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পাবনা শহরের বড় ব্রীজ সংলগ্ন ইছামতী রিয়ারভিউ রিসোর্টে দিনব্যাপী মিলন মেলা রাফেল ড্র কেককাটা ও গাছের উৎপাদন বৃদ্ধি পরিচর্যা সঠিক নিয়মের উপর বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এতে
পাবনা ও পাবনার বাহিরের বিভিন্ন জেলার শৌখিন বাগানীরা অংশগ্রহণ করেন, গ্রুপের প্রধান তরিকুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এসিস্ট্যান্ট হর্টি কালচার ডেভোলপমেন্ট অফিসার মোঃ মাইনুল হক, পাবনা সদর সাব- এসিস্ট্যান্ট কৃষি অফিসার শারমিন আক্তার তন্নি, সাব এসিস্ট্যান্ট কৃষি অফিসার মোঃ ফজলে রাব্বি, সাব এসিস্ট্যান্ট হর্টি কালচার অফিসার মোঃ মিজানুর রহমান, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গ্রুপের অন্যতম সদস্য জান্নাতুন নাইম, অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন, নিশাত তাসনিম
চাপাই নবাবগঞ্জ থেকে অংশগ্রহণ করেন বাগানি দেলয়ারা পারভিন রিমা, রাজশাহী থেকে মাহমুদুল হাসান, মনিরা নার্সারির মনিরা, উদ্যোক্তা সুলতান মাহমুদ, চ্যানেল 24 এর আহমেদ উল হক রানা, দৈনিক প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ উল্লাস, দৈনিক আনন্দ বাজার এর পাবনা প্রতিনিধি শিশির ইসলাম, শৌখিন বাগানি বৃষ্টি, জান্নাতুল আদন ইমু, সাংবাদিক তমাল তরু পাবনা জর্জ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী এসকে সাগর প্রমুখ
Leave a Reply