1. admin@timesofpabna.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানব সেবায়ও পাঠশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আলহাজ্ব মাহাতাব বিশ্বাস রোটারী ক্লাব অব এভারগ্রীন,পাবনার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ পাবনায় ট্রলি চাপায় পুলিশ সদস্য নিহত, চালক আটক আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা নেই: বদিউল আলম মজুমদার বড়বাজার যুব সমাজ কল্যাণ সংগঠন আয়োজিত বিজয় দিবস পালন পাবনার ফরিদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, ও অর্থ আত্মসাৎ অভিযোগে কক্ষে তালা সাব-মার্সিবল পাম্প স্থাপনে পৌরবাসীকে কোন ফি দিতে হবেনা – শরীফ আহমেদ  রক্তদানকারীরা সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে- ড. সোহানী হোসেন আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই – রওশন আক্তার বানু পাবনায় তুচ্ছ ঘটনায় মাহফিলে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
শিরোনাম:
সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানব সেবায়ও পাঠশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আলহাজ্ব মাহাতাব বিশ্বাস রোটারী ক্লাব অব এভারগ্রীন,পাবনার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ পাবনায় ট্রলি চাপায় পুলিশ সদস্য নিহত, চালক আটক আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা নেই: বদিউল আলম মজুমদার বড়বাজার যুব সমাজ কল্যাণ সংগঠন আয়োজিত বিজয় দিবস পালন পাবনার ফরিদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, ও অর্থ আত্মসাৎ অভিযোগে কক্ষে তালা সাব-মার্সিবল পাম্প স্থাপনে পৌরবাসীকে কোন ফি দিতে হবেনা – শরীফ আহমেদ  রক্তদানকারীরা সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে- ড. সোহানী হোসেন আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই – রওশন আক্তার বানু পাবনায় তুচ্ছ ঘটনায় মাহফিলে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

পাঁচ কোটির টেন্ডার পেতে তত্ত্বাবধায়ককে লাঞ্ছিত করলেন বিএনপি নেতা

  • প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পাঁচ কোটি টাকার চিকিৎসা উপকরণ সরবরাহের (এমএসআর) টেন্ডার পাওয়াকে কেন্দ্র করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. হারুন অর-রশিদকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্য একে শরফুদ্দৌলা ছোটলুর বিরুদ্ধে। এ সময় বিএনপির আরও কয়েকজন কর্মী সেখানে উপস্থিত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের তত্ত্বাবধায়কের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর একটি সিসিটিভি ফুটেজও ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত এ কে শরফুদ্দৌলা ছোটলু ‘এ কে শরফুদ্দৌলা’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক ও যশোর জেলা বিএনপির সদস্য।

হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা গেছে, গত অক্টোবরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা উপকরণ সরবরাহের (এমএসআর) জন্য ছয়টি গ্রুপে প্রায় পাঁচ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। টেন্ডারে যশোরসহ আশপাশের জেলার বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে জেলা বিএনপির সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলুর পছন্দের প্রতিষ্ঠানও অংশ নেয়।

ছোটলুর পছন্দের প্রতিষ্ঠান কয়েকটি গ্রুপের কাজ পেলেও সবগুলো পায়নি। বিষয়টি জানতে পেরে সকালে তিনি একদল যুবককে নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে প্রবেশ করেন। এদিন সকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে সব কাজ না পাওয়ার কারণ জানতে চান তিনি। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বিএনপি কর্মীদের নিয়ে তিনি তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদকে লাঞ্ছিত করেন।

হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালচোনা ও উপস্থিত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি নেতা শরফুদ্দৌলা ছোটলু হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলে তার কক্ষ ত্যাগ করে চলে যান। এর পরপরই ওই কক্ষে প্রবেশ করেন বিএনপি কর্মী হাবিবুল্লাহ। তিনি প্রবেশ করেই তত্ত্বাবধায়ককে শাসাতে থাকেন। এর মধ্যে ছোটলুর নেতৃত্বে আরও ৭-৮ জন তত্ত্বাবধায়কের কক্ষে প্রবেশ করেন। সেখানে ছোটলু ও হাবিবুল্লাহকে উত্তেজিত হতে দেখা যায়। একপর্যায়ে ছোটলু হাবিবুল্লাহকে তত্ত্বাবধায়ককে চেয়ার থেকে উঠিয়ে দিতে নির্দেশ দেন।

নির্দেশমতো তত্ত্বাবধায়ককে চেয়ার থেকে নামিয়ে আনতে গেলে তিনি হাবিবুল্লার জামার কলার ধরে আত্মরক্ষা করেন। এ সময় দুজনের মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। পরে হাসপাতালের অন্যান্য কর্মচারীরা এগিয়ে এলে ছোটলু তার লোকজন নিয়ে চলে যান।

হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আ ন ম বজলুর রশিদ বলেন, ঘটনার মাঝামাঝি সময়ে আমি তত্ত্বাবধায়কের কক্ষে যাই। এ সময় বিএনপি নেতা ছোটলুর নির্দেশে হাবিবুল্লাহসহ দুইজন তত্ত্বাবধায়ককে চেয়ার থেকে তুলে আনতে যান। পরে তত্ত্বাবধায়ক আত্মরক্ষার্থে একজনের কলার চেপে ধরেন। তখন ধস্তাধস্তির একপর্যায়ে সবাই এগিয়ে গেলে তারা কক্ষ ত্যাগ করে চলে যান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, ‘ছোটলু সাহেব সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের শ্যালক। সম্প্রতি একটি কাজের টেন্ডার হয়েছে। তিনি সেই টেন্ডারের কয়েকটি গ্রুপে দরপত্র জমা দেন। সবকটি না পাওয়ায় তিনি উত্তেজিত হন। পরবর্তী সময়ে তার উপস্থিতিতে তার লোকজন আমাকে আমার চেয়ার থেকে নামিয়ে দিতে আসেন। তখন আমিও আমার সম্মান রক্ষার্থে সেই ছেলেটিকে আটকাতে চেষ্টা করি।’

তিনি আরও বলেন, ঘটনাটি জেলা প্রশাসককে জানানো হয়েছে। তিনি যে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেবেন সেটি গ্রহণ করা হবে।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা এ কে শরফুদ্দৌলা ছোটলু বলেন, তিনি বাইরে আছেন। হাসপাতালে কী ঘটেছে, না ঘটেছে এখন বলা যাচ্ছে না। এ কথা বলেই তিনি ফোন কেটে দেন।

এদিকে বিএনপির একটি সূত্র জানায়, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বিগত পতিত স্বৈরাচারী সরকারের আমলে নিয়োগ পেয়েছেন। তিনি তার সহযোগীদের কাজ দিতে দীর্ঘদিন ধরে টালবাহানা চালিয়ে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group