টাইমস ডেক্স:চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইসকনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের দাবি জানিয়েছেন পাবনা স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সদস্যরা। শিক্ষার্থীরা। পাশাপাশি হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
২৬ নভেম্বর বুধবার সকাল ১১:৩০ মিনিটে শহরের এডওয়ার্ড কলেজ মাঠে এডভোকেট সাইফুলের ইসলামের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে শহিীদ চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশে করে পাবনা স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রিয়াদ খান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক রাতুল শেখ, দপ্তর সম্পাদক লাবিব আল সাদ ।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ। তিনি বলেন “ইস্কন কোন ধর্মীয় সংগঠন নয় এটি একটি সন্ত্রাসী সংগঠন। যদি কোন সন্ত্রাসী সংগঠন দেশের মধ্যে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করে তাহলে সাধারণ ছাত্ররা চুপ থাকবো না।
৫ আগস্টের আগ পর্যন্ত আমরা সব ধর্মের মানুষ মিলে দেশ স্বাধীন করেছি।কিন্তু আজকে চট্টগ্রাম কোর্টে প্রকাশ্য দিবালোকে যা হয়েছে (মানুষ হত্যা) তা কোনো ধর্মের ধার্মিক মানুষ করতে পারে না। তারা নিঃসন্দেহে সন্ত্রাসী। যাকে গ্রেপ্তার নিয়ে এই কর্মকাণ্ড ঘটানো হয়েছে, সেই চিন্ময় কুমার আসলে কে? ৫ তারিখের পর থেকে তার বক্তব্য ছিল আওয়ামী পুনর্বাসনের বক্তব্য। তিনি তার বক্তব্যে বলেছেন- হাসিনা এবং শেখ মুজিবের জন্যই ইসকন প্রতিষ্ঠা করেছে।
বক্তরা আরো বলেন, ‘ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসী এ সংগঠনটির লক্ষ্যই হলো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা। বিগত ১৬ বছর ধরে তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারে ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে
সমাবেশে বক্তারা দ্রুত এই সমস্যার সমাধান এবং সাইফুল ইসলামের হত্যাকারীর কঠোর শাস্তি দাবী জানান।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের ইন্দিরা মোর ঘুরে এডওয়ার্ড কলেজে এসে শেষ করা হয়।
Leave a Reply