টাইমস ডেক্স:পাবনার ভাঙ্গুড়ায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহারের সভাপতিত্ব সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী, থানার ওসি শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম,উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপি’র আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ,উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন আহমেদ মুন, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল রানা পিন্টু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সামিউল ইসলাম তাজ প্রমুখ।
পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply