শহর রিপোর্টারঃপথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই ( নিসচা) এর ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় এক বর্ণাঢ্য র্যালী পাবনা প্রেসক্লাবের সামনে থেকে ট্রাফিক মোড় হয়ে আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে শেষ হয়। র্যালীর আগে দৈনিক সিনসা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচা পাবনা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনাইন কোয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম মোখলেছুর রহমান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন নিসচার উপদেষ্টা প্রখ্যাত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ( অব.) প্রফেসর ইফতেখার মাহমুদ, জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী ও নিসচার উপদেষ্টা দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম। অন্যান্যদের মাঝে আরও বক্তব্য দেন বিশিষ্ট কবি ডাঃ কোহিনুর বেগম, সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মনছুর আলম, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, আনন্দ টিভির প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক আনন্দ বাজার এর পাবনা প্রতিনিধি ও টাইমস অব পাবনা এর সম্পাদক শিশির ইসলাম, পাবনা মিডিয়ার চেয়ারম্যান মীর ফজলুল করীম বাচ্চু, কবি কামরুন নাহার, মাসুদ হাসান রনি, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি হুমায়ুন রাশেদ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি হুমায়ুন কবির, বাচিক শিল্পী মঞ্জুরুল ইসলাম, কবি উত্তম কুমার দাস, নিসচার দপ্তর সম্পাদক মিলন মাহাবুব, কার্যকরী কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম আগা, এবাদত হোসেন, রাতুল, নাইমুল ইসলাম, জহুরুল ইসলাম, আখতার হোসেন প্রমুখ।
Leave a Reply