1. admin@timesofpabna.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানব সেবায়ও পাঠশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আলহাজ্ব মাহাতাব বিশ্বাস রোটারী ক্লাব অব এভারগ্রীন,পাবনার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ পাবনায় ট্রলি চাপায় পুলিশ সদস্য নিহত, চালক আটক আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা নেই: বদিউল আলম মজুমদার বড়বাজার যুব সমাজ কল্যাণ সংগঠন আয়োজিত বিজয় দিবস পালন পাবনার ফরিদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, ও অর্থ আত্মসাৎ অভিযোগে কক্ষে তালা সাব-মার্সিবল পাম্প স্থাপনে পৌরবাসীকে কোন ফি দিতে হবেনা – শরীফ আহমেদ  রক্তদানকারীরা সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে- ড. সোহানী হোসেন আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই – রওশন আক্তার বানু পাবনায় তুচ্ছ ঘটনায় মাহফিলে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
শিরোনাম:
সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানব সেবায়ও পাঠশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আলহাজ্ব মাহাতাব বিশ্বাস রোটারী ক্লাব অব এভারগ্রীন,পাবনার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ পাবনায় ট্রলি চাপায় পুলিশ সদস্য নিহত, চালক আটক আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা নেই: বদিউল আলম মজুমদার বড়বাজার যুব সমাজ কল্যাণ সংগঠন আয়োজিত বিজয় দিবস পালন পাবনার ফরিদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, ও অর্থ আত্মসাৎ অভিযোগে কক্ষে তালা সাব-মার্সিবল পাম্প স্থাপনে পৌরবাসীকে কোন ফি দিতে হবেনা – শরীফ আহমেদ  রক্তদানকারীরা সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে- ড. সোহানী হোসেন আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই – রওশন আক্তার বানু পাবনায় তুচ্ছ ঘটনায় মাহফিলে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

পূর্ব শত্রুতার জেরে সরকারি রাস্তা দখল করে ও ঘর ভেঙে প্রাচীর নির্মান বাড়ি থেকে বের হতে বাঁধা প্রদান

  • প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ পাবনায় পূর্ব শত্রুতার জেরে সরকারি রাস্তা দখল করে ও বসত ঘর ভেঙে প্রাচীর দিয়ে আটকে কয়েকটি পরিবার কে বসত বাড়ি থেকে বের হতে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে, ঘটনাটি পাবনা সদর উপজেলার হেমায়েত পুর ইউনিয়ন এ পাটকিয়াবাড়ী গ্রামে। ভুক্তভোগী পরিবার পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন, অভিযোগের বিবরণে জানা যায় মোঃ মজিবর রহমান(৫৩) পিতা মৃত আকুব্বর শেখ গ্রাম পাটকিয়াবাড়ী পাবনা সদর দীর্ঘদিন যাবউ যাতায়াতের রাস্তা ব্যবহার করে আসছেন যা সরকারি ম্যাপ এ সরকারি রাস্তা বলে গণ্য কিন্তু গত কয়েকদিন আগে হটাৎ করে পাশের বাড়ির বিবাদী মোঃ বিশাল হোসেন(২৫) পিতা মোঃ আনোয়ার হোসেন ও মোছাঃ নার্গিস পারভীন স্বামী মোঃ আনোয়ার হোসেন নিজেদের যায়গা দাবী করে জোর পূর্বক প্রাচীর নির্মান করতে তারা একটি পাকা বসত ঘর ভেঙে ফেলেন থাকেন তাতে মজিবর ও  তার পরিবার এবং পাশের কয়েকটি বাড়ির লোকজন যাদের পথ বন্ধ হয়ে গিয়েছে তারা বাঁধা দিতে আসলে বিশাল ও তার পরিবার এর লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এক পর্যায়ে প্রাণনাশের হুমকি প্রদান করলে তারা এলাকার মানুষের পরামর্শ নিয়ে আইনের আশ্রয় নেন, এর মাঝে সদর থানায় অভিযোগ এর ভিত্তিতে একজন এসআই এই অভিযোগ এর দায়িত্ব পেয়ে কাজ বন্ধ করে দিয়ে আসলে পরদিন আবার কাজ শুরু করেন। এ বিষয়ে গণমাধ্যম কর্মিরা অনুসন্ধান গিয়ে প্রতিবেশীরা বলেন আমরা জন্মের পর থেকে দেখে আসছি এই কয়েকটি পরিবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এবং এটা সরকারি ম্যাপে উঠে গিয়েছে, তাছাড়া শুধু সরকারি রাস্তা কেন যদি কেউ একটা পথ দিয়ে দুই বছর যাতায়াত করেন তাহলে সেই পথও কারো বন্ধ করার বিধান নেই।  কিন্তু এরা পূর্ব শত্রুতার জেরে মাঝে মাঝে ঝামেলা করতো এমন কি মারধর ও করেছে বহুবার মজিবর এর পরিবারকে,কিন্তু এবার দেখছি এই সরকারি রাস্তা প্রাচীর দিয়ে আটকে দিচ্ছে এটা খুবই দুঃখজনক,  এরই মাঝে গণমাধ্যম কর্মীদের উপস্হিতি বুঝতে পেরে, বিশাল এর পরিবার ও তার লোকজন এবং এলাকার কিছু অসাধু লোকদের মোবাইল  ফোনে ডেকে এনে গণমাধ্যম কর্মীদের সাথে খারাপ আচরণ করেন এক পর্যায় ছবি ও ভিডিও করতে গেলে সাংবাদিকদের সাথে থাকা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং খারাপ আচরন করেন যার ফলে নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে সাংবাদিকেরা দ্রুত চলে আসেন,
ভুক্তভোগী পরিবার ও মজিবর এর সাথে কথা বলতে গেলে তারা বলেন এই রাস্তা দিয়ে  আমার দাদার আমলের থেকে ব্যবহার করে আসছি, হঠাৎ এরা নিজেদের যায়গা দাবী করে প্রাচীর দিয়েছে আমাদের পথ আটকে, আমরা যাতায়াত করতে পারছিনা মানবেতর  জিবনযাপন করছি, আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি প্রশাসন এর সুদৃষ্টি কামনা করছি।  প্রতিবেশী ডাঃ সালাম এর সাথে কথা বললে তিনি বলেন সরকারি ম্যাপে এটা রাস্তা তাদের বন্ধ করতে নিষেধ করা সত্বেও তা মানেননি আমার মনে হয় প্রশাসন এর হস্তক্ষেপ জরুরি।
এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তকারী সংস্থার পাবনা জেলার সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন বলেন এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর আমরা সরেজমিন দেখে এসেছি এবং এলাকাবাসী ও সুধিজনের সাথে কথা বলেছি। সরকারি রাস্তা প্রাচীর দিয়ে মানুষের যাতায়াত বিঘ্ন ঘটানো মানবাধিকার লঙ্ঘনের সামিল, তবে আমরা উভয় পক্ষ,এলাকাবাসী ও আইনের লোকজন সাথে নিয়ে এটা সমাধান এর বিষয়ে পদক্ষেপ নিব বলে আমরা সে লক্ষে কাজ করছি। এ বিষয় এ পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমি বিষয়টি অভিযোগ পেয়েছি সরকারি রাস্তা কোনভাবেই বন্ধ করার এখতিয়ার কারো নেই, ভুক্তভোগী পরিবারকে সকল প্রকার আইনি সহায়তা প্রদান করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group