খালেদ আহমেদঃ রোটারী ক্লাব অব এভারগ্রীন, পাবনার আয়োজনে শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ২০২৪ এর মহতী অনুষ্ঠান গতকাল ২১ ডিসেম্বার সকাল ১১টায় পূর্ব শালগাড়িয়ার এসোর্ট স্পেশালাইজড হসপিটালের অভ্যর্থনা কক্ষে অনুষ্ঠিত হয়।
বংলাদেশের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. ওমরের প্রতিষ্ঠিত এই হসপিটালটি পূর্বে পপুলার হাসপাতাল নামে পরিচিত ছিল।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ও কম্বল বিতরণ করেন পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আখতারুজ্জামান আখতার।
তিনি অনুষ্ঠানে কথাশিল্পীর মতো মনোমুগ্ধকর বক্তব্য দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। রোটারী ক্লাবের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকালের এই মহতী কাজে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ জানান।
সংগঠন ও অনুষ্ঠানের সভাপতি রশিদুল হাসান প্রধান অতিথির সংক্ষিপ্ত লিখিত জীবনী আলোচনা করেন এবং তাকে একটি উইথ দ্যা বেস্ট কমপ্লিমেন্টস ক্রেস্ট ও রোটারী সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট প্রদান করে সম্মানিত করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ জালাল উদ্দিন, প্রভাস চন্দ্র, এবং ভাইস প্রেসিডেন্ট আব্দুল জলিল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটারিয়ান মুরাদ চৌধুরী, এবং স্বাগত বক্তব্য প্রদান করেন রোটাঃ রফিকুল ইসলাম। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, যা তিলাওয়াত করেন মইনুল ইসলাম।
অনুষ্ঠানের পুরো আয়োজন জুড়ে শীতার্ত ও দরিদ্র মানুষের জন্য ভালোবাসা ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ গড়ে তোলা হয়।
Leave a Reply