শহর প্রতিনিধিঃ বিশিষ্ট শিক্ষাবিদ,সমাজসেবক অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেছেন আধুনিক সভ্যতা ও সুস্থ সমাজ বিনির্মানে পাঠাগারের ভূমিকা অপরিসীম, তিনি বলেন বর্তমান সমাজে মাদকের যে ভয়াল থাবা যুব সমাজ কে গ্রাস করছে এ থেকে থেকে যুব সমাজ কে বাঁচাতে হলে সবাইকে পাঠাগার মুখী করার বিকল্প নেই, তিনি আরো বলেন জাতির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির ধারণ ও লালনপালনকারী হিসেবে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আজ মঙ্গলবার তিনি পাবনা সদর উপজেলার দিয়ার রাজাপুরে স্থাপিত জ্ঞান অন্বেষণ পাঠাগারে প্রায় ১০ হাজার টাকা মূল্যের শতাধিক বই প্রদানকালে প্রধান অতিথির বক্তব্য দানকালে এসব কথা বলেন। তার নিজস্ব কার্যালয় মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লি: এর ফরিদা টাওয়ারে অয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পাঠাগারের পক্ষে বই গ্রহণ করেন প্রকৌশলী নুরুল ইসলাম, আব্দুল জলিল প্রামাণিক।
তারা বলেন “সবাই মিলে পড়ি বই,আলোকিত মানুষ হই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের পাঠাগার গঠনের উদ্দেশ্য, পরিশীলিত জীবন গঠনের উদ্দেশ্যে সমৃদ্ধিশালী পাঠাগার স্থাপন ও জনগণকে পাঠক সেবা প্রদান।আদর্শ চরিত্রবান ও যোগ্যতা সম্পন্ন যুব সমাজ গড়ে তোলা। সন্ত্রাস, মাদক, অপসংস্কৃতি ও কুসংস্কারের বিপরীতে সুস্থ্য সাংস্কৃতিক চর্চা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, এলাকার আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা প্রদান করা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করা। এলাকাবাসীর বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে সুস্থ অবসর-বিনোদনের সুযোগ সৃষ্টি করা। সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করা।এলাকার জনগণের মধ্যে রক্তদান কর্মসূচি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ও পুষ্টি, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা সহ নানা মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছি এলক্ষে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আনন্দ বাজার পাবনা জেলা প্রতিনিধি শিশির ইসলাম, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লি: এর প্রশাসনিক কর্মকর্তা মাহফুজুর রহমান, ও অন্যান্য কর্মকর্তা- কর্মচারি। পাঠাগার কর্তৃপক্ষ অধ্যক্ষ বিশ্বাস এর মহতী কাজের জন্য কৃতজ্ঞতা জানান।
Leave a Reply