পাবনা প্রতিনিধিঃ
মহাদেব মন্দির শিববাড়ীর নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সভাপতি শ্রী সুদর্শন তালুকদার ও সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় সাহাকে করে শুক্রবার ৩ জানুয়ারি সন্ধায় মহাদেব মন্দির শিববাড়ী পাঙ্গনে এক বৈঠকে দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। এ সময় আহকবায়ক কমিটির প্রধান শ্রী মানিক চন্দ্র, নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রোটা: প্রভাষ চন্দ্র ভদ্র, বিশেষ অতিথি শ্রী সুধাংশ সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড পাবনা, অধ্যাপক কমল চন্দ্র দাস। আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শ্রী গোড়া বসাক, শ্রী বাপ্পি দাস সহ সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক জীবন দাস, প্রচার সম্পাদক আনন্দ দাস, কোষাধক্ষ্য বাপ্পি দাস, হিসাব রক্ষক স্বাগত বসাক, হিসাব পরীক্ষক পার্থ বসাক, মহিলা সম্পাদক শ্রীমতি মালা রানী, কার্যকরী সদস্য রমেশ ঘোষ, বিশ্বজিৎ ঘোষ, বলাই কৃষ্ণ সাহা, বিশ্বজিৎ ঘোষ, নিরঞ্জন ঘোষ, খোকন সরকার, বিবেক সরকার, স্বপন সরকার, রামু বসাক, পিয়াস বর্মন, কাজল বর্মন, সাধারণ সদস্য সুজন রায়, নির্মল সরকার, রাজিব হালদার, অরূপ চৌধুরি, লিটন সরকার, সুব্রত কুমার ঘোষ, প্রদীপ দাস, রুপ কুমার বসাক, রুপ কুমার বসাক, তনয় বসাক, বলাই ঘোষ প্রমূখ।
Leave a Reply