পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় বিসমিল্লাহ রেস্টুরেন্টের ভিতরে অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে দুইজনকে হতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা। পরে প্রত্যেককে ৩০ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে আটঘরিয়া বাজারে বিসমিল্লাহ রেস্টুরেন্টে এঘটনা ঘটে।
আটঘরিয়া থানা পাড়া গ্রামের সদর আলী ছেলে মমিন উদ্দিন (৩৬) ও পাবনা সদর উপজেলার পৈলানপুর মাঠপাড়া গ্রামের হারুন অর রশিদ এর মেয়ে তুলি খাতুন (২৮) এদিন বেলা সাড়ে বারোটার দিকে আটঘরিয়া বাজার নিউ মার্কের পিছনে বিসমিল্লাহ রেস্টুরেন্টে অনৈতিক কাজে লিপ্ত হয়।
এসময় বাজারের লোকজন বিষয়টি জানতে পারলে তাদেরকে হাতেনাতে ধরে থানা পুলিশের কাছে সৌর্পদ করেন।
পরে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট নাহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায মোতাবেক দোষী সাব্যস্ত করে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
Leave a Reply