1. admin@timesofpabna.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানব সেবায়ও পাঠশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আলহাজ্ব মাহাতাব বিশ্বাস রোটারী ক্লাব অব এভারগ্রীন,পাবনার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ পাবনায় ট্রলি চাপায় পুলিশ সদস্য নিহত, চালক আটক আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা নেই: বদিউল আলম মজুমদার বড়বাজার যুব সমাজ কল্যাণ সংগঠন আয়োজিত বিজয় দিবস পালন পাবনার ফরিদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, ও অর্থ আত্মসাৎ অভিযোগে কক্ষে তালা সাব-মার্সিবল পাম্প স্থাপনে পৌরবাসীকে কোন ফি দিতে হবেনা – শরীফ আহমেদ  রক্তদানকারীরা সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে- ড. সোহানী হোসেন আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই – রওশন আক্তার বানু পাবনায় তুচ্ছ ঘটনায় মাহফিলে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
শিরোনাম:
সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানব সেবায়ও পাঠশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আলহাজ্ব মাহাতাব বিশ্বাস রোটারী ক্লাব অব এভারগ্রীন,পাবনার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ পাবনায় ট্রলি চাপায় পুলিশ সদস্য নিহত, চালক আটক আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা নেই: বদিউল আলম মজুমদার বড়বাজার যুব সমাজ কল্যাণ সংগঠন আয়োজিত বিজয় দিবস পালন পাবনার ফরিদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, ও অর্থ আত্মসাৎ অভিযোগে কক্ষে তালা সাব-মার্সিবল পাম্প স্থাপনে পৌরবাসীকে কোন ফি দিতে হবেনা – শরীফ আহমেদ  রক্তদানকারীরা সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে- ড. সোহানী হোসেন আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই – রওশন আক্তার বানু পাবনায় তুচ্ছ ঘটনায় মাহফিলে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ভাঙ্গুড়ায় কিশোরীর মৃত্যু ঘিরে রহস্য

  • প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে

 

টাইমস ডেক্স:পাবনার ভাঙ্গুড়ায় সানজিদা শিফা (১৬) নামে একাদশ শ্রেণির এক কিশোরীর মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। প্রেমিক তার বন্ধুদের দ্বারা ধর্ষণের একদিন পর  গত ১০ সেপ্টেম্বর বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এর পরে তড়িঘড়ি তার লাশ নিয়ে যায় তার পরিবার। 

হাসপাতালের একটি সূত্র বলছে, মৃত কিশোরীর মৃত্যু বিষাক্ত কিছুর সেবনে হয়েছে। কিশোরীর পরিবার ওই দিন রাতেই তার মরদেহ তড়িঘড়ি দাফন করেছে।

কিশোরীর পরিবার খুব দরিদ্র। ঘটনার বিচার চাইলে কবর থেকে লাশ তুলবে, তাই কোথাও বিচার চায় না শিফার বাবা শফিকুল ইসলাম।

শিফার বাবা শফিকুল ইসলাম উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের বাসিন্দা। সানজিদা শিফা ৯ সেপ্টেম্বর  তারই কথিত প্রেমিক নীরব এবং নীরবের দুই বন্ধু রমজান ও মাহফুজের দ্বারা ধর্ষণের শিকার হয়।

রহস্য খুঁজতে ঘটনাস্থল ও শিফার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার কৈডাঙ্গা গ্রামের সূর্য খানের ছেলে নীরব (২২) এর সাথে  প্রেমের সম্পর্কে গড়ে তোলে শিফা। প্রেমের আড়ালে কৌশলে শারীরিক সম্পর্কের একটি আপত্তিকর ভিডিও ধারণ করে রাখে নীরব। এই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে শিফাকে দীর্ঘদিন ধরে ব্লাকমেইলে করে ধর্ষণ করে আসছিল নীরব। একইভাবে গত ৯ সেপ্টেম্বর তাকে উপজেলার কৈডাঙ্গা গ্রামে ডেকে নেয় নীরব। সেখানে একটি পরিত্যক্ত ঘরে নীরব তার বন্ধু রমজান ও মাহফুজুল মিলে শিফাকে ধর্ষণ করে। এ সময় সে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়ে তাদের আটক করে রাখেন।

এর পর সেখান থেকে ওই কিশোরী রেললাইন ধরে হেঁটে ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূরে শরৎনগর স্টেশনে যায়। সেখানে সে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় কিছু লোকজন তাকে থামিয়ে তার শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজে পৌঁছে দেন। পরে শিক্ষকরা তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন।

গত ১০ সেপ্টেম্বর সে যথারীতি তার শিক্ষাপ্রতিষ্ঠানে এসে ক্লাশ করে বাড়িতে ফিরে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তার পরিবার তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হয়। শিফার উন্নত চিকিৎসার জন্য  পাবনা সদর হাসপাতালে  স্থানান্তরে পরামর্শ দেওয়া হয়। এর কিছু সময় পরই ওই কিশোরী মারা যায়। তাকে চিকিৎসা দেওয়া ডা. আসিফ প্রাথমিক উপসর্গ দেখে মৃত্যুটি অস্বাভাবিক মনে করায় ভাঙ্গুড়া থানা পুলিশে খবর দেন।

এলাকার বাসীর একাধিক সুত্রে জানা যায় কৈডাঙ্গা এলাকায় এ চক্রটি চিহ্নিত বখাটে ও মাদক কারবারি এবং পতিতা সরবরাহকারী হিসেবে পরিচিত।

গত বছর এক কলেজছাত্রীর শ্লীলতাহানি চেষ্টা করে নীরব, শুভ ও তারেক পুলিশের হাতে আটক হয়ে জেলও খেটেছে। ওই সময় একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘ঈদের দিন ছাত্রীকে একা পেয়ে নিপীড়ন, ৩ যুবক কারাগারে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই কিশোরীর ধারণ করা ভিডিও এখন অনেকের কাছেই পৌঁছে গেছে।

কিশোরী মারা যাবার পর  পুলিশ এসে মৃত কিশোরী শিফার  বাবা-মায়ের সঙ্গে কথা বললে তারা জানান, শ্বাকষ্টজনিত কারণে তার মেয়ের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় তারা পোস্টমর্টেম ছাড়াই মরদেহ তাদের দাফনের অনুমতি দেয়। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতেই তাকে দাফন করা হয়েছে।

শিফার বাবা শফিকুল ইসলাম  বলেন, আমরা গরিব মানুষ আমাদের বিচার হবে না। তাই পোর্টমর্টেম করতে দেই নাই। যদি অভিযোগ দেই পুলিশ আবার লাশ তুলবে, সেটা আমার সহ্য হবে না।

ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আব্দুল করিম জানান, হাসপাতাল থেকে ওই কিশোরীর মৃত্যু স্বাভাবিক বলা হয়েছিল। আর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group