বিশেষ প্রতিবেদকঃসংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলার উপায় হচ্ছে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা এবং তা স্থায়ী করা। ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি ও সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।আলী রীয়াজ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায় থেকে শাসনব্যবস্থার সর্বস্তরে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের প্রতিনিধিত্বকে কার্যকর করে তুলতে হবে বলেও জানান তিনি।কার্যকর গণতন্ত্র, মৌলিক মানবাধিকার সুনিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষে সাতটি প্রধান বিষয়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে কমিশন। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস, ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা, অন্তবর্তী সরকার কাঠামোর সুনিদিষ্ট প্রস্তাবসহ মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে বলেও জানান ড. রীয়াজ।
Leave a Reply