filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

বিশেষ প্রতিনিধিঃ পাবনার আতাইকুলার পীরপুর গ্রামেজমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষে সংঘর্ষে সাদ(১৬) নামে স্কুল পড়ুয়া এক জন ও তার মা তানিয়া আহত হয়েছেন। শনিবার পাবনা সদর উপজেলার পীরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত সাদ ও তার মা তানিয়া ইসলাম পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পীরপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম উজ্জলের স্ত্রী ও পুত্র। ঘটনাটি ঘটেছে পাবনা পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নে ৩নং ওয়াডের, পীরপুর গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়ীতে । ভূক্তভোগী শহিদুল ইসলাম উজ্জ্বল এর স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দিলেও সাদের হাত গুরতর ইনজুরি হওয়ায় বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ জোর জুলুম করে তাদের বসতবাড়ি জমি দখলে নিয়েছে মোঃ রেজাউল করিম ,আলমগীর হোসেন ও তার বাহিনী । তাদের মারধর ও ঘরবাড়ি ভাঙচুরসহ চারভড়ি স্বর্ণালঙ্কার ও নগদ এক লক্ষ তের হাজার টাকা লুটের পাশাপাশি তাদের জীবন নাশের হুমকি প্রদান করা হয়। শুধু প্রাণনাশের হুমকি নয় উজ্জলের শিশু কন্যাকে অপহরনের হুমকি দেন সন্ত্রাসী বাহিনী। তারা এলাকার প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির লোক । অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীগনের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধিতা চলছিলো ।
বিরোধিতার এক পর্যায় গতকাল (১৫ ফেব্রুয়ারী) ২০২৫ তারিখে সকাল এগারোটায় বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা,লোহার বড়, হাতুড়ি সহ দেশীয় অস্ত্র নিয়ে তরুণের নানার বসত বাড়িতে এসে টিনের বেড়া ভাঙার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করে, তরুণ গালিগালাজ করতে নিষেধ করলে সাদের ওপর হামলা করে রেজা, আলমগীর ও তার বাহিনী ,এক পর্যায় সাদের মা তানিয়া ইসলাম এগিয়ে আসলে তাকেও কিলঘুষি লাত্থি দেয়া হয় এবং চিৎকার করে বলতে থাকে তোর পেটে শাবল ঢুকিয়ে ভুড়ি বের করে দিব। এছড়াও অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়-ভীতি প্রদর্শন সহ ও জীবন নাশের হুমকি প্রধান করা হয়। এ ঘটনায় শহিদুল ইসলাম উজ্জল এর স্ত্রীর সাথে কথা বললে তিনি বলেন ওরা আামাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে আমি ঘরে ছিলাম আমার ছেলের চিৎকার চেচামেচিতে বের হয়ে দেখি তিনজন মিলে নিচে ফেলে এলোপাথারি মারছে আমি দৌড়ে এসে দেখছি শাবল দিয়ে মাথায় আাঘাত করতে গেলে আমার ছেলে হাত দিয়ে বাঁধা দিতে চেষ্টা করলে শাবলের আঘাতে আামার ছেলের হাত ভেঙ্গে যায়। এসময় আমার ছেলে হাতের যন্ত্রণায় চিৎকার করতে থাকে কিন্ত নরপশু গুলো সেদিকে কর্ণপাত না করে, আমাকেও মারতে থাকে আমার বাসায় শুধু বৃদ্ধ বাবা ছাড়া তেমন কোন ছেলে মানুষ না থাকায় ওরা এভাবে সুযোগ পেয়ে মারছে পরে আামার চিৎকারে আসে পাশের মানুষ এসে আমাকে ও আামার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিতে গেলে সেখানেও বাঁধা দিলে পরে আাতাইকুলা থানা পুলিশের সহযোগিতায় হাসপাতালে যাই। এ বিষয়ে অভিযোগ কারী শহিদুল ইসলাম উজ্জ্বল ও তার ছেলে সাদ বলেন, বিবাদীগন অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক, তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে, আামি ও আামার পরিবার জানমালের তিনি ন্যায় বিচারের দাবি জানাই প্রশাসনের নিকট। থানায় মামলার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী পরিবার বলেন আমরা চিকিৎসার বন্দোবস্ত করে মামলা করবো।
এ ঘটনায় অভিযুক্ত আলমগীর হোসেন মোঃ রেজাউল করিম মনজুরুল হক দীর্ঘদিন থেকে শহিদুল ইসলাম উজ্জল ইসলামের স্ত্রী তানিয়ার মায়ের ওয়ারিশে পাওয়া সম্পত্তি জোর করে দখল করার পায়তারা করে আসছে। প্রতিবেশী রেজাউল আলমগীর হোসেন মঞ্জরুল ইসলাম বাড়ির জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এবং জমি নিয়ে কোর্টে মামলা চলমান। মামলার রায় না হতেই বলা চলে আদালতের সিদ্ধান্ত আসার আগেই ঘটনার দিন বেলা ১১টার দিকে পুরোনো বেড়া ভেঙে জবরদখল করে তানিয়া ইসলাম এর বাবা মায়ের বসত বাড়ি দখল করার চেষ্টা করে এ সময় দুইপক্ষে বাগবিতণ্ডা শুরু হয়।
এ বিষয়ে প্রতিপক্ষ আলমগীর হোসেন মোঃ রেজাউল করিম মনজুরুল হকের বক্তব্য নিতে গেলে তারা জোর গলায় বলেন ভাই অনেক সহ্য করেছি ওদের দেখে নিব আপনারা সাথে থাকেন তাতে কোন কিছু লাগলে আমরা করবো। এক পর্যায়ে অনৈতিক সুবিধা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন। এতে সাংবাদিকদেরা রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে বলেন যা পারেন করেন গা আমরাও দেখে নিব। হয় আমরা থাকবো নয়তো ওরা এই গ্রামে থাকবে।
এলাকাবাসীর সাথে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী বলেন যারা হামলা করেছে তারা দুষ্টু প্রকৃতির লোক যে দল যখন ক্ষমতায় আাসে সে দলের দালালী করে এলাকায় ত্রাশের রাজত্ব করে আাসছে। এরা শুধু এখানে না, নানান জনের সাথে ঝামেলা করে এক কথায় ঝামেলাবাজ। এদের দুই পক্ষের ঝামেলা বহুদিনের, উজ্জ্বল এর শ্বশুর বাড়ি এটা এর আগে দেখেছি উজ্জল এ বাসায় বেড়াতে এলে অকারনে তাকে মারধর সহ হত্যার হুমকি দেন। আর এ বাড়িতে তেমন কোন ছেলে মানুষ বলতে ওই বৃদ্ধ (উজ্জলের শ্বশুর) মানুষ টা তাই পাশের বাড়ির লোক জোর পূর্বক এসব ঝামেলা করে আসছে। আমরাও চাই এলাকার মানুষ শান্তিতে বসবাস করুক, আাসলে যারা ঝামেলা করছে তাদের জন্য এলাকায় বসবাস করা দায় হয়ে পরছে , কেউ কোন বিষয়ে প্রতিবাদ করলে নানাভাবে হয়রানি করে।
আতাইকুলা থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন, আমরা বাংলাদেশ পুলিশের জরুরি সেবা ট্রিপল নাইনে কল পাওয়ার পর পরই ঘটনাস্থলে পৌঁছাই এবং দুই পক্ষকে শান্ত করে ফিরে আসি। পরক্ষণে আবার অভিযোগ পাই সেখানে উত্তেজনা বিরাজ করছে এমতাবস্থায় আমার ফোর্স পাঠিয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের সাথে কথা বলে শান্ত করেছি। দুইজন আহত হয়েছে তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply