1. admin@timesofpabna.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বেড়ায় চার মাস পর আন্দলোনে নিহত খোকনের লাশ উত্তোলন। সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানব সেবায়ও পাঠশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আলহাজ্ব মাহাতাব বিশ্বাস রোটারী ক্লাব অব এভারগ্রীন,পাবনার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ পাবনায় ট্রলি চাপায় পুলিশ সদস্য নিহত, চালক আটক আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা নেই: বদিউল আলম মজুমদার বড়বাজার যুব সমাজ কল্যাণ সংগঠন আয়োজিত বিজয় দিবস পালন পাবনার ফরিদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, ও অর্থ আত্মসাৎ অভিযোগে কক্ষে তালা সাব-মার্সিবল পাম্প স্থাপনে পৌরবাসীকে কোন ফি দিতে হবেনা – শরীফ আহমেদ  রক্তদানকারীরা সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে- ড. সোহানী হোসেন আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই – রওশন আক্তার বানু
শিরোনাম:
বেড়ায় চার মাস পর আন্দলোনে নিহত খোকনের লাশ উত্তোলন। সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানব সেবায়ও পাঠশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আলহাজ্ব মাহাতাব বিশ্বাস রোটারী ক্লাব অব এভারগ্রীন,পাবনার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ পাবনায় ট্রলি চাপায় পুলিশ সদস্য নিহত, চালক আটক আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা নেই: বদিউল আলম মজুমদার বড়বাজার যুব সমাজ কল্যাণ সংগঠন আয়োজিত বিজয় দিবস পালন পাবনার ফরিদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, ও অর্থ আত্মসাৎ অভিযোগে কক্ষে তালা সাব-মার্সিবল পাম্প স্থাপনে পৌরবাসীকে কোন ফি দিতে হবেনা – শরীফ আহমেদ  রক্তদানকারীরা সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে- ড. সোহানী হোসেন আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই – রওশন আক্তার বানু

ভাঙ্গুড়ায় প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণের সময় আওমীলীগ নেতার চেয়ারে বসে পড়ায় ইউএনও বিব্রত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:  ভাঙ্গুড়ায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠান উন্মুক্ত আসনে পর্যবেক্ষণের সময় আওয়ামীলীগ নেতা আসন নিয়ে বসে পড়ায় বিব্রত হলেন ইউএনও নাজমুন নাহার।

রবিবার সন্ধ্যায় বড়াল নদীর ফুট ব্রিজের ওপর ঘটনাটি ঘটে ।

জানাগেছে,সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিমার শান্তিপূর্ন বিসর্জন প্রত্যক্ষ করতে ঐ ব্রিজের ওপর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে  প্রশাসনের কর্মকর্তাদের বসার ব্যবস্থা করা হয়। উক্ত আসনে উপজেলা নির্বাহী অফিসার ও এসি ল্যান্ড বসে ছিলেন।

ঘটনাক্রমে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো.বাকি বিল্লাহ ফাকা চেয়ারে  এসে বসেন পরেন। তখন কর্মকর্তারা চা পান করছিলেন। আয়োজকদের  কেউ একজন তাকেও সেখানে বসতে বলেন এবং চা দিয়ে আপ্পায়ন করেন।

এমন সময় তোলা একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হলে তা ভাইরাল হয় । আওয়ামীলীগ নেতার পাশে প্রশাসনিক কর্মকর্তা – বিষয়টি এভাবে উপস্থাপন করে কেউ কেউ সমালোচনাও করেন। প্রকৃতপক্ষে বিষয়টি তা নয়। যা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তা দের বক্তব্যে পরিষ্কার হয়।

এ বিষয়ে এসিল্যান্ড তাসমীয়া আক্তার রোজী বলেন, ফাঁকা চেয়ার থাকায় তিনি সেখানে গিয়ে হঠাৎ করেই কাউকে কিছু  না বলে আমাদের পাশে বসে পড়েন। তাকে তো আর তাড়িয়ে দিতে পারি না। আবার প্রতিমা বিসর্জন শেষ না করে চলেও আসতে পারি না। আমরা আসলে পরিস্থিতির শিকার।

ইউএনও নাজমুন নাহার বলেন, “এটা উপজেলা প্রশাসনের কোন অনুষ্ঠান ছিল না। আমি তাকে আমন্ত্রণও করিনি। এটা একটা সার্বজনীন উৎসব। হিন্দু সম্প্রদায়ের প্রতিমা বিসর্জনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে আমরা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা একটি উন্মুক্ত স্থানে বসে পর্যবেক্ষণ করছিলাম। তখন আমাদের সবারই দৃষ্টি নদীতে প্রতিমার নৌকার প্রতি নিবদ্ধ ছিল। সেখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন। এমন সময় একটা ফাঁকা চেয়ারে হঠাৎ সাবেক চেয়ারম্যান বাকি বিল্লাহ একটি আসনে গিয়ে বসে পড়েন ”।

এতে আমরা  রীতিমত বিব্রত বোধ করি। তিনি আরো বলেন,ছবি দেখলেই বিব্রত হওয়ার বিষয়টি সবার কাছে সুস্পষ্ট হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group